চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনিস তালুকদার বাড়িতে পানি চলাচলের বিষয়কে কেন্দ্র করে মো. নুরুল আনোয়ার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নুরুল আনোয়ার জুলধা ইউনিয়নের আনিস তালুকদার বাড়ির মৃত কবির আহমদের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে নুরুল আনোয়ারের ঘরের সেপটিক ট্যাংকের পানি চলাচল নিয়ে তার মায়ের সঙ্গে পাশের ঘরের জাহাঙ্গীরের তর্কাতর্কি হয়। পরে রাত আটটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে নুরুল আনোয়ারের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, দুই পক্ষের মধ্যে মারামারিতে একজন মারা গেছেন। মরদেহের উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার কারণ অনুসন্ধান করা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম