৫ অক্টোবর, ২০২২ ২১:৪২

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ

প্রতীকী ছবি

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের দেহে করোনাভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ। এর আগের দিন শনাক্ত হয়েছিল ২৫ জন এবং শনাক্তের হার ছিল ২১ দশমিক ১৯। করোনাভাইরাসে আক্রান্ত হলেও পরিস্থিতি নিয়ন্তণে।

বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য প্রকাশ করে।   

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন চট্টগ্রাম মহানগরের বাসিন্দা এবং বাকি ৫ জন ১৫ উপজেলার বাসিন্দা। গত বুধবার পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২৯ হাজার ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৯০ জন এবং ৩৪ হাজার ৯৭২ জন ১৫ উপজেলার। ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৬৭ জন মারা যান। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা এবং ১৫ উপজেলার বাসিন্দা ৬৩০ জন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর