চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন বিভিন্ন এলাকায় নিয়মিতই দিন-রাতে সমানে চলে পাহাড় কাটা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে খুলশী থানাধীন ফয়সলেক সংলগ্ন সালামতুল্লাহ বাইলেন ও আকবর শাহ থানাধীন বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।
অভিযানে পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে দুইজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হচ্ছে। তাছাড়া, লেকসিটি এলাকায় পাহাড় কাটার সত্যতা পাওয়ায় একজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে বায়েজিদ লিংক রোডে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করায় কাজ বন্ধ করে দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ফয়েস লেক এলাকার পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিগণ পালিয়ে যায়। রেকর্ড অনুযায়ী টিলা শ্রেণির জায়গাটি ইয়াসিন উল্লাহ রাশেদ নামের একজন মালিক। জায়গাটির বায়না মূলে মালিক স্বপন কুমার ভট্টাচার্য। পাহাড় কাটার বিষয়ে দু’জনের সম্পৃক্ততা পাওয়া যায়। তাই তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক পরিবেশ আইনে মামলা দায়ের করা হচ্ছে। তাছাড়া, লেকসিটি এলাকায় পাহাড় কাটার সত্যতা পাওয়ায় একজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম