চট্টগ্রামে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলো- খসরু পারভেজ, মো. তসলিম, মো. ইসমাইল এবং ফারুক।
অভিযানে দুই রোহিঙ্গাকেও গ্রেফতার করা হয়। তারা হলো জাবের এবং রজি আলম। এ সময় রোহিঙ্গাদের জন্য তৈরি করা পাঁচটি পাসপোর্ট এবং একটি এনআইডি জব্দ করা হয়।
বৃহস্পতিবার ভোর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপি গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান বলেন, গত বুধবার রাতে গরীব উল্লাহ শাহ মাজারের সামনে থেকে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাসপোর্ট এবং এনআইডি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সদস্যরা বলেন, তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে নিজস্ব লোকজনের মাধ্যমে রোহিঙ্গাদের সাথে যোগাযোগ করতো। একপর্যায়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার জন্য টোপ দিতো। এনআইডি ও পাসপোর্ট তৈরি করে তাদের পাঠিয়ে দেওয়া হতো মধ্যপ্রাচ্যে। এনআইডির জন্য নেওয়া হতো ১ লাখ। পাসপোর্ট তৈরির জন্য ২ লাখ এবং মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য ৩ থেকে ৪ লাখ টাকা নেওয়া হতো।
বিডিপ্রতিদিন/কবিরুল