আওয়ামী লীগ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সক্ষম রাজনৈতিক দল। যারা চিঠি দিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায় তারা সফল হবে না। বিদেশিরা চিঠি দিয়ে কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
শনিবার সদরঘাট থানা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার নগরের ১৫ থানায় একযোগে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশগুলোতে মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি জামায়াতের তথাকথিত সরকার উৎখাতের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৫টি থানায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে দারুল ফজল মার্কেটস্থ সম্মুখ চত্বর বনফুলের সামনে কোতোয়ালী, সদরঘাট থানাধীন জাহাঙ্গীর মার্কেটের সামনে, বাকলিয়া থানাধীন সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে, ডবলমুরিং থানার দেওয়ান হাট মোড়ে, চকবাজার অলিখাঁ মসজিদ চত্বরে, খুলশী থানা এমইএম কলেজ মোড়ে, পাহাড়তলী থানার অলংকার চত্বরে, আকবরশাহ থানার কৈবল্যধাম মোড়ে, হালিশহর থানার বড়পোলস্থ বঙ্গবন্ধু চত্বরে, বায়েজিদ থানার অঙিজেন মোড়ে, পাঁচলাইশ থানার মুরাদপুর চত্বরে, চান্দগাঁও থানার বহদ্দারহাট চত্বরে, ইপিজেড থানার ইপিজেড মোড়ে, বন্দর থানার নিমতলা বিশ্বরোডে।
বিডি প্রতিদিন/হিমেল