চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনীর চারটি, নৌবাহিনীর চারটি, বিমানবাহিনীর দুটি এবং ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এর পাশাপাশি এখন আগুন নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে বিজিবির চারটি ফায়ার ফাইটিং এবং সম্প্রতি তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্যে অংশ নেওয়া সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী টিম ইউএসএআর
চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, আগুন যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে। তিনি বলেন, এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স গ্রুপের ভাড়ায় নেওয়া তুলার গুদামে আগুনের দুর্ঘটনা মোকাবেলায় ঘটনাস্থলে রাত নয়টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম এসে পৌঁছায়।
অগ্নিনির্বাপণে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদের নেতৃত্বে একটি ফায়ার ফাইটিং ইউনিট কাজ শুরু করেছে।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল