চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। রবিবার চন্দনাইশের পূর্ব এলাহাবাদ এলাকায় ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচারার ও মেসার্স শাহ আলী রজা (রহ.) ব্রিকস ম্যানুফেকচারার নামের প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করা হয়।
চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক জানান, পাহাড় বা টিলার আধা কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। প্রতিষ্ঠান দুটি এই আইন অমান্য করেছে। পরিবেশ অধিদফতরের সহায়তায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা দুটি সরানোর জন্য সময় দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম