২৫ মার্চ, ২০২৩ ২১:৫৯

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন, ২৪ জনের মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন, ২৪ জনের মনোনয়ন

চট্টগ্রাম-৮ আসনে এমপি পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদসহ ২৪ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৭ মার্চের মধ্যে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার বিকেল পর্যন্ত ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও এখনও পর্যন্ত কোনো প্রার্থী জমা দেননি।

এদিকে সকালে দলের মনোনয়ন পেয়ে দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আ জ ম নাছির দলের মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপির মৃত্যুতে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনটি শূন্য হয়। আগামী ২৭ এপ্রিল এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বিডি প্রতিদিন/এএম

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর