১ এপ্রিল, ২০২৩ ২০:১১

৯০ রোগীকে ৪৫ লাখ টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

৯০ রোগীকে ৪৫ লাখ টাকা বিতরণ

ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৯০ জন রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তাদের মাঝে চেক বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম প্রমুখ।

জেলা প্রশাসন সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত নগরের ৯০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর এ আর্থিক সহায়তা প্রদান করছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর