চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই নারীর নাম মোছাম্মদ মনজুরা। মঙ্গলবার বিকেলে নগরীর কর্ণফুলী থানাধীন দৌলতপুর এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করলেও বুধবার তা গণমাধ্যমকে জানানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, মঙ্গলবার বিকেলে দৌলতপুর এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেটি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম