চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ থাকার দুইদিন পর জগদীশ দাশ (৬৪) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার উপজেলার বেতাগী ইউনিয়নের সিকদারপাড়া ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক ব্যক্তি নদীতে গোসল করতে গেলে তার লাশ দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করেন। গত ১৭ মে বুধবার কাউখালীর একটি মাজারের পাশে নদীতে মাছ শিকারে গিয়ে জগদীশ দাশ নিখোঁজ হন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ