২৮ মে, ২০২৩ ১১:০৬

গলায় জীবন্ত মাছ আটকে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গলায় জীবন্ত মাছ আটকে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের চন্দনাইশে গলার ভেতরে জীবন্ত মাছ আটকে গিয়ে ইমরান হোসেন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোহাজারীর পৌরসভা চাগারচর এলাকায় এ ঘটনা ঘটে।

ইমরানের বাবা মোহাম্মদ হোসেন সাঙ্গু নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ইমরানকে গলায় মাছ আটকে থাকা অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরে জানতে পারেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে তানজিমুল জানান, শিশুটির বাবা সাঙ্গু নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করতেন। শনিবার সকালে নদী থেকে মাছ ধরে এনে বাড়ির বারান্দায় রাখলে অসাবধানতাবশত ইমরান একটি মাছ মুখে নেয়। পরে মাছটি তার গলার ভেতরে ঢুকে যায়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর