১২ জুলাই, ২০২৩ ১৭:০৩

ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

ওরা পাঁচ জন। দিনে তারা শ্রমিক হিসেবে কাজ করেন বিভিন্ন পোশাক কারখানায়। সূর্যাস্ত গেলেই পাল্টে যায় তাদের পরিচয়। একেক জন হয়ে ওঠেন ভয়ঙ্কর ছিনতাইকারী। বাস নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে করে ছিনতাই। অবশেষ ভয়ঙ্কর এ ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আজিম, সাজ্জাদ হোসেন আজাদ, মো নিশাত, মো মুন্না এবং সাইফুল ইসলাম নাঈম। অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা বাস এবং ছিনতাই করা মালামাল জব্দ করা হয়। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিএমপি’র খুলশী থানা পুলিশ।

সিএমপি’র খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘গ্রেফতারকৃতরা দিনে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে। রাতে ছিনতাই করে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। প্রত্যেকজনের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।’

জানা যায়, বাস করে ছিনতাই চক্রের সদস্যরা রাত গভীর হলে বাস নিয়ে শিকারের খুঁজে বের হয়। এ চক্রের এক সদস্য চালক ছদ্মবেশ ধারণা করে। বাকিরা যাত্রী সাজে। অতপর ঢাকা কিংবা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের বাসে তুলে। অতপর নির্জন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ও মূল্যবান মালপত্র ছিনিয়ে নেয়।

এ চক্রের সন্ধান নিয়ে সন্তোষ কুমার চাকমা বলেন, গত ৯ জুলাই রাতে নগরীর জিইসি’র মোড় এলাকায় বাস করে ডাকাতি চক্রের খপ্পরে পড়েন মুন্সিগঞ্জের এক ব্যবসায়ী। ছিনতাইকারী চক্রের সদস্যরা তার কাছ থেকে টাকা মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেন। এ নিয়ে থানায় মামলা দায়ের করলে অভিযান শুরু করে পুলিশ। টানা অভিযানে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বাস। উদ্ধার করা হয় লুঠকৃত মালামাল।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর