চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহর এলাকায় সামরিক বাহিনীর মনোগ্রাম ব্যবহার করে প্রতারণাসহ নানা অপরাধের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হারিফ মিয়া (২৩), ইয়ার হোসেন (৪২), মিলন খান (৩০) ও ইউসুফ মিয়া (৪০)।
বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, হারিফ মিয়া মূলত নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদবীসহ নানা পদবীর আইডি কার্ড ও ভিজিটিং কার্ড তৈরি করে সহযোগীদের মাধ্যমে চাকরি ও বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা আত্মসাৎ করে আসছে। এমন ভুক্তভোগী ৬ জনকে আমরা শনাক্ত করেছি। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম