১৫ অক্টোবর, ২০২৩ ২০:৪১

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তানিশা আক্তার (৩) নামের এক শিশু মারা গেছে। দুপুরে ওই ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এই ঘটনা ঘটে। তানিশা ওই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের মেয়ে।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, দুপুরে তানিশার মা সাংসারিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে তানিশা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে তার লাস ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর