৫ ডিসেম্বর, ২০২৩ ১৭:৩৭

চট্টগ্রামে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা রেডক্রিসেন্ট হাসপাতালের সামনে থেকে ছিনতাই চক্রের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো: রাসেল (২৭), মো: শরীফ (২৮) ও মো: সুমন (২৫)। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্টসহ ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাত নয়টার দিকে উম্মে হবীবা জুলী নামে সিএনজি করে যাওয়ার সময় আন্দরকিল্লা এলাকায় তার গতিরোধ করে। এসময় একজন সিএনজির পিছনের ত্রিপল কেটে পিছনে রাখা কাঁধের ব্যাগ ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকৃত ব্যাগের মধ্যে নতুন পুরাতন মিলে ৭টি পাসপোর্ট, ওই নারীর এনআইডি কার্ড, দুইটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিল। 

বিষয়টি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে বাকলিয়ার নয়া মসজিদ ও চান্দগাও থানা এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর