ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় গাড়িচাপায় আব্দুল মোনাফ (৬৬) নামের এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড এলাকার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোনাফ স্থানীয় নতুনপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোনাফকে চট্টগ্রামমুখী একটি দ্রুত গতির গাড়ি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তবে ঠিক কোন গাড়িটি তাকে চাপা দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ এ বিষয়ে কাজ করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ