১৯ এপ্রিল, ২০২৪ ২১:০৯

বলি খেলার সাথে আবেগ জড়িত : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বলি খেলার সাথে আবেগ জড়িত : চসিক মেয়র

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার সাথে চট্টগ্রামবাসীর আবেগ জড়িত বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, সবাই এগিয়ে এলে ঐতিহ্য হারাবে না। চট্টগ্রাম ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আমার অনুরোধ নতুনদের বলিখেলা শিখিয়ে যাবেন। যা কিছু লাগে আমি দায়িত্ব নেব, ব্যবস্থা করবো।

শুক্রবার নগরীর লালদীঘি সিটি করপোরেশন মিলনায়তনে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার ট্রফি এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বলিখেলার এবারের পৃষ্ঠপোষক এনএইচটি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর, মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী, সহসভাপতি চৌধুরী ফরিদ, সিজেকেএসের সহসভাপতি হাফিজুল ইসলাম, চসিকের কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, জাবেদ নজরুল ইসলাম, এমএ মালেক প্রমুখ।

আগামী ২৫ এপ্রিল বলি খেলা এবং ২৪-২৬ বৈশাখী মেলা হবে হবে বলে জানায় আয়োজক কমিটি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর