২৭ মে, ২০২৪ ১৬:৩১

চট্টগ্রামে দেয়াল ধসে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেয়াল ধসে প্রাণ গেল যুবকের

নির্মাণাধীন ভবনের দেয়াল ধস

চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার টেক্সটাইল আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চন্দননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পেশায় রিকশাচালক ছিলেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, সকালে নির্মাণাধীন ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচারী সাইফুলের উপর দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারা ঝুঁকিপূর্ণ দেয়ালের অন্য অংশগুলোও ভেঙে দেন। পরে ওই ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি লাশ দাফনের জন্য তার পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর