চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ৩’শ বোতল ফেনসিডিলসহ মো. আক্তার হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বারইয়ারহাট-রামগড় সড়কের বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আক্তারের বাড়ি উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামে।
জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আক্তারকে গ্রেফতার করা হয়। তার কাছে পাওয়া মাদকের মূল্য আনুমানিক ৩ লাখ টাকা। অভিযানের সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এএম