জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার বলেছেন, দেশের বৃহত্তর অংশকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়। দেশের এই ক্রান্তিকালে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সামাজিক মূল্যবোধ ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। তার জন্য নিবন্ধিত ৪৮টি দল ও নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলো নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আজ নগরীর দেওয়ানহাটস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এসময় দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জাকের পার্টি ১৪ দফা প্রস্তাবনা নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া হয়েছে। ইভোটিং প্রস্তাবনা তারমধ্যে অন্যতম। প্রযুক্তির সুফল গ্রহণ করে ইভোটিং মাধ্যমে অসুস্থ প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করলে ভোট চুরি কারচুপি বা সূক্ষকারচুপি হবে না। সময়োপযোগী এ দুটি প্রস্তাব দিয়েছি এবং তা বাস্তবায়নের দাবি জানান তিনি।
নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, জাকের পার্টি তিনশ আসনে প্রার্থী দিবে। এ লক্ষ্যে আমরা জেলায় জেলায় কর্মসূচি পালন করছি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পর আমরা সিদ্ধান্ত নিব দলীয় ফোরামে যে, আমরা কোনো জোটে যাব কি না। তবে ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল আমাদের সাথে জোট করার বিষয়ে যোগাযোগ করছে। তবে সবকিছু নির্ভর করবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর। অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করে বলেন, এমন সময় ক্ষেপণ করা যাবে না যেন জনগণ আবারো পথে নেমে আসে। কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি পুরো জাতি।
বিডি প্রতিদিন/এএ