মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়ার প্রিন্সিপ্যাল ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টড জানিয়েছেন, পুলিশ হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশকে তথ্য দিয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, আমরা পুলিশসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য সহানুভূতি জানিয়েছি। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মার্কিন দূতাবাসের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছি।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের পর উইলিয়াম টড এসব কথা জানান।
উইলিয়াম ই টড গত আগস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। এর আগে তিনি যথাক্রমে ব্রুনাই ও কম্বোডিয়ার মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৫/ রশিদা