ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজার ১৩০ জন।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব