পৌরসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হবে কিনা সে বিষয়ে বিএনপির সংশয় প্রকাশকে ‘ননসেন্স’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকেলে সিলেটের আলীনগর ও মোগলগাঁও ইউনিয়নের ১০টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পৌরসভা নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে বিএনপির শংকা প্রকাশ কতটা যৌত্তিক এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে আমার অপিনিয়ন হচ্ছে তাদের কথাবার্তা ননসেন্স।
বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালের আগেই দেশের সবগ্রাম বিদ্যুতের আওতায় চলে আসবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন করা হবে। তবে যেভাবে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে আশা করা যাচ্ছে ২০১৮ সালের মধ্যেই এ প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে। সরকারের বাকি তিন বছরে জনগণকে দেয়া প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন করা হবে বলে আশাপ্রকাশ করেন অর্থমন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিুকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যার আশফাক আহমদ চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা