রাজধানীর কমলাপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন এক প্রতিবন্ধী যুবক ও দুই নারী।
সোমবার রাত ৯টার দিকে কমলাপুর রেল স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় বলাকা পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লিতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- শারীরিক প্রতিবন্ধী জসীমউদ্দিন (৩৫), হাজেরা বেগম (৪০) ও রেহানা আক্তার (২৭)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এ ঘটনা নিশ্চিত করেছেন। নিহতের লাশ ডিএমসির মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন