ঢাকার কেরানীগঞ্জে শিশু অনামিকা (০৯) ঘোষকে অপহরণ ও হত্যার দায়ে মামলার প্রধাম আসামি মোহাম্মদ মানিকের মৃত্যুদণ্ড এবং অপর চার আগামির যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ভবানীপ্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ ও ডেথ রেফারেন্স গ্রহণ করে এই রায় দেয়।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামি হলেন- জনি ঘোষ ওরফে জনা, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম মুন্সী ও মো. আলাউদ্দিন।
২০০৯ সালের ডিসেম্বরে আসামিদের এই সাজারই রায় দিয়েছিলেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম। ওই বছর ২৬ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় অনামিকা ঘোষ। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অনামিকার বাবা সুধারাম ঘোষ ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিতে রাজি হলেও তাতে রফা হয়নি। ১ মার্চে মানিকগঞ্জের শিবালয় এলাকার পাটুরিয়া ফেরিঘাটের কাছে ধুতরা বাড়ি গ্রামের ধান ক্ষেত থেকে অনামিকার লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে, অপহরণের দিনই অনামিকার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছর ৭ মার্চ পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ২৫ এপ্রিল পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব