আসন্ন পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়েছে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার বিকেল ৪টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে উপস্থিত হন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, সাবেক নির্বাচন কমিশন সচিব আবদুল রশিদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদলের দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব