রাজধানীর কদমতলী থানার পালপাড়া এলাকায় নীরব নামের ছয় বছরের একটি শিশু ম্যানহোলে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এখনও শিশুটির খোঁজ পাওয়া যায়নি।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে শিশুটি শ্যামপুর ইউনিয়নের পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের একটি ম্যানহোলে পড়ে যায়। খবরর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ম্যানহোল থেকে শিশুটিকে উদ্ধারে কাজ করছে।
ঘটনার সত্যতার নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার সরকার জানান, ম্যানহোলটি অনেক বড় এবং এর ভিতরে প্রচণ্ড স্রোত থাকায় শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব