প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের শুরু থেকে বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা বাধার সম্মুখীন হয়েছেন। অনেকে প্রার্থী হতে পারেননি। বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। তারা নোট নিয়েছেন এবং বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এটা (সেনাবাহিনী মোতায়েন) কতটুকু প্রাসঙ্গিক সেটা বলতে পারব না। আমাদের মুখ্য উদ্দেশ্য সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন হতে হবে।’
তিনি আরও বলেন, 'জনগণ যাতে নির্বেঘ্নে ভোট দিতে পারেন- সে বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি।'
এর আগে, মঙ্গলবার বিকেল ৪টায় ড. মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন।
দলের অন্য সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, সাবেক নির্বাচন কমিশন সচিব আবদুল রশিদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদলের দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ২৩৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব