চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার মোল্লাপাড়া এলাকায় বিচারক কাজী আবদুল হাসিব মো. সাইদ হত্যা মামলায় ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার বিকালে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীর কাছ অভিযোপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক কাজল কান্তি চৌধুরী।
কাজল কান্তি চৌধুরী বলেন, ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর নওগাঁ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হাসিব মো. সাইদকে চট্টগ্রামে হালিশহরের মোল্লা পাড়ায় হত্যা করা হয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে হত্যাকারীরা। এ মামলায় তদন্ত শেষে ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে সাক্ষী হিসেবে ৪৮ জনের কথা উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন