সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরই সশস্ত্র মহড়া দিয়েছে ছাত্রলীগ।
আজ মঙ্গলবার বিকেলে ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে নগরীতে এই মহড়া দেন সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় আজ মঙ্গলবার বিকেলে কমিটির একাংশের নেতারা এবং তাদের অনুসারীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলায় গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেন।
অপরদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে পৃথক আরেকটি মিছিল নগরীর টিলাগড়ে গিয়ে শেষ হয়। ওই মিছিলেও নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেন।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন