রাজধানীর কদমতলী থানার পালপাড়া এলাকায় ম্যানহোলে পড়া ছয় বছরের শিশু নীরবকে মৃত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বুড়িগঙ্গা নদীর স্লুইস গেটের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর নীরবকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডা. সোহেল তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, ''রাত ৮টা ২৫ মিনিটের দিকে শিশুটির লাশের সন্ধান পাওয়া যায়। বুড়িগঙ্গার কাছে একটি নালায় বসানো জালে লাশটি আটকে যায়।''
এর আগে, বিকাল ৪টার দিকে শিশুটি শ্যামপুর ইউনিয়নের পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের একটি ম্যানহোলে পড়ে যায় পড়ে যায় বলে জানান কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
বিকালে ঘটনার সত্যতার নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার সরকার জানান, ম্যানহোলটি অনেক বড় এবং এর ভিতরে প্রচণ্ড স্রোত থাকায় শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব