পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন।
আহত ছাত্রলীগ কর্মী হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম সোহাগ।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তি টাওয়ারের পাশে ছাত্রলীগকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কুকে মারধর করে তরিকুল ইসলামসহ ৫-৭ জন ছাত্রলীগকর্মী। বিষয়টি মিমাংসার জন্য মঙ্গলবার সন্ধ্যার দিকে ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পদক অণিক শাহ’র নেতৃত্বে বঙ্গবন্ধু হলের সামনে আসে দুই পক্ষ। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ইমরান খান নাহিদ, লাবণ, রাহিনুল ইসলাম রিঙ্কুসহ ১০-১২জন ছাত্রলীগকর্মী সোহাগকে রড দিয়ে বেদম প্রহার করে। সোহাগকে আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগকর্মী ইমরান খান নাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর আগে রিঙ্কুকে মারধর করেছিল সোহাগ। এ বিষয়ে মিমাংসা করতে আসলে সোহাগ স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মীদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় উভয়পক্ষের মধ্যে একটু হাতাহাতি হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন