জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল, সংগঠন ও দেশপ্রেমিক জনগণকে দেশগঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে।
তিনি আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গণফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির আহ্বায়ক ও উপদেষ্টা ব্যারিস্টার আকমল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আলী শেখসহ দেশের রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য রাখেন। এসময় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতারাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে চাই দৃঢ় মনোবলের অধিকারী সৎ, সাহসী ও দেশপ্রেমিক একজন প্রাজ্ঞ নেতৃত্ব। বাংলাদেশ আজ তেমনই একজন প্রজ্ঞাময়ী যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। এ নেতৃত্ব অব্যাহত থাকলে বাংলাদেশ অতি শিগগিরই উন্নত রাষ্ট্রে উন্নীত হবে।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন