সাভারের আমিনবাজারের অদূরে তুরাগ ভাঙ্গা ব্রিজ (স্টিল ব্রিজ) এলাকা থেকে মাসুদ রানা (২০) ও মহসিন মিয়া (২২) নামের দুই সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, ডাকাতদের হামলায় ওই দুই ব্যবসায়ী নিহত হয়। তবে পুলিশের দাবি, তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে তুরাগ ভাঙ্গা ব্রিজ (স্টিল ব্রিজ) এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, ডাকাতের হামলায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে দাবি করে এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। সাভার মডেল থানা পুলিশ বিষয়টিকে সড়ক দুর্ঘটনা দাবি করলেও স্থানীয়রা পুলিশের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ লাঠিচার্জ করে সকাল ৯টার দিকে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, নিহত ব্যবসায়ীদের স্বজনদের অভিযোগ, রাত ৩টার দিকে ভাকুর্তা এলাকা থেকে সবজি নিয়ে ঢাকার কারওয়ান বাজারে যাওয়ার সময় ডাকাতদের হামলায় তারা মারা গেছে।
তবে একথা মানতে নারাজ সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান। তিনি বলেন, ঘটনাটি আসলে সড়ক দুর্ঘটনা। এটি কোনো ডাকাতির ঘটনা নয়। রাতের কোনো এক সময় গাড়িচাপায় দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব