রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় মিষ্টি বাড়ি নামের একটি মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে কারখানায় তৈরি বিপুল পরিমাণ মিষ্টি ও দই ভস্মিভূত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
রাজশাহী ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানায় তৈরি করা দই গরম করতে নিচে কয়লার আগুন রাখা ছিল। ওই আগুন থেকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। সকাল সাতটার দিকে লাগা আগুন মূহূর্তের মধ্যে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা