রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ কর্মীসহ বিভিন্ন মামলায় ৬২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, নাশকতার মামলায় জেলা পুলিশের অভিযানে কোতয়ালী থানা এলাকা থেকে বিএনপির একজন, পীরগাছায় বিএনপির ৯ জন, জামায়াতের একজন ও গঙ্গাচড়া থানা পুলিশ শিবিরের একজনকে গ্রেফতার করেছে। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ৫০ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব