ম্যানহোলে পড়ে যাওয়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে ছয় বছরের শিশু সাইফুল ইসলাম নীরবের মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নীরবের ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকায় ম্যানহোলের খোলা গর্ত দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় নীরব। এরপর রাত ৮টা ২৫ মিনিটের দিকে বুড়িগঙ্গা নদীর স্লুইস গেটের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর নীরবকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের ডা. সোহেল তাকে মৃত ঘোষণা করেন।
নীরবের ময়নাতদন্তকারী চার সদস্যের চিকিৎসক প্রতিনিধি দলের প্রধান ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী মোহাম্মদ আবু শামা জানান, ম্যানহোলে পড়ে যাওয়ার ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে শিশুটির মৃত্যু হয়। তার শরীরের পাকস্থলী ও ব্রেনে পানি ছিল। অর্থ্যাৎ পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয় বলে জানান তিনি।
চার সদস্যের প্রতিনিধি দলের অন্য তিন চিকিৎসক হলেন- সহকারী অধ্যাপক ডা. এ কে এম শফিউজ্জমান, প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও প্রভাষক ডা. কবির সোহেল।
মরদেহ গ্রহণ করে নীরবের বাবা রেজাউল করিম বলেন, গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামে পারিবারিক কবরস্থানে ছেলের লাশ দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব