"উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি" এই স্লোগানকে ধারণ করে প্রতিবারের মত এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে 'প্রজাপতি মেলা ২০১৫'। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর শুক্রবার।
বিশ্বদ্যিালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ৯টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। এ বছর মেলায় ১১০ প্রজাতির প্রায় ৫ হাজার জীবন্ত প্রজাপতি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রজাপতি বিশেষজ্ঞ ড. মনোয়ার হোসেন।
এছাড়াও থাকছে অ্যাওয়ার্ড প্রদান, প্রকৃতি ও জলবায়ু নিয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এদিন উদ্বোধন করা হবে দেশের একমাত্র ‘প্রজাপতি পার্ক ও গবেষনা কেন্দ্র’।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা