রাষ্ট্রপতির ছেলে পরিচয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমানকে হুমকি দেওয়ার মামলায় দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বিকালে রাজধানীর ঝিগাতলা এলাকায় অভিযান চালিয়ে আমজাদ মিয়া ও শহিদুল ইসলাম খান নমের এই দুই জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিবি’র সিনিয়র এসি (দক্ষিণ) মাহমুদা আফরোজ লাকী জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপিসহ বিভিন্ন উচ্চ পদস্থ ব্যক্তি ও তাদের পরিবারের স্বজন পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার করে আসছে।
জানাগেছে, রাজধানীর দারুস সালাম থানার ৭৬(১০)১৫ নম্বর মামলার জব্দকৃত দুইটি গাড়ি ছাড়িয়ে নিতে আসামিরা ঢাকার মূখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমানকে রাষ্ট্রপতির ছেলে পরিচয় দেয়। এরপরে আসামি পক্ষের আবেদন নাকচ হয়ে যাওয়ায় তারা ফোন করে বলেন, গাড়ি জিম্মায় না দেওয়া হলে ক্ষতিপুরণ বাবদ গাড়ির দাম দিতে হবে। তাই গাড়ি দুইটি জিম্মায় দিয়ে মামলা দ্রুত শেষ করতে বলা হয় ঢাকার সিএমএম শেখ হাফিজুর রহমানকে।
বিষয়টি সন্দেহ হলে সিএমএম এর নির্দেশে তার ব্যক্তিগত সহকারী জহীরুল কাইয়ুম বাদী হয়ে আজ রাজধানীর কোতোয়ালী থানায় চাঁদাবাজি ও হুমকির অভিযোগে মামলা করেন।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন