রাজধানীর ওয়ারী থানার নারিন্দা মোড় এলাকায় একটি রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মেসের দরজায় তালা দিয়ে ভেতরে আগুন জ্বেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই এলাকার হামীম রেস্তোরাঁর দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ওই মেসের বাসিন্ধা সুমন (৪০), শাকিব (৩৫) এবং শহীদুল ইসলাম শহীদ (২৭)। তারা মোটরপার্টস দোকানে কাজ করতেন বলে পুলিশ জানায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর ৪টার দিকে কে বা কারা দরজায় তালা দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। মেসের বাসিন্দাদের আগুন আগুন চিৎকার শুনে স্থানীয়রা তালা ভেঙে তাদের উদ্ধার করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান এএসআই নূরুল ইসলাম।
তিনি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন সুমনের ৮৫শতাংশ, শাকিবের ৩২ শতাংশ এবং শহীদের শরীরের ৮৫শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’
দগ্ধরা তিনজনই স্থানীয় মোটরপার্টসের দোকোনে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানান এএসআই নূরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন