বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২১ ডিসেম্বর ও অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে খালেদা জিয়ার অনুপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হয়। জেরা ও সাক্ষ্যগ্রহণ শেষে ২১ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ জানুয়ারি।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা