বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ বৃহস্পতিবার বিদায়ী সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন।
২০১২ সালে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন পঙ্কজ শরণ।
সম্প্রতি তাকে রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। আর ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন