সরকারের সিদ্ধান্তে বাংলাদেশে ফেসবুক খুলে দিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের জন্য ফেসবুক খুলে দিচ্ছি।
তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মোবাইল অ্যাপস বন্ধ থাকবে। এগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানান প্রতিমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা