স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর প্রতি সহিংসতা রোধে সকল প্রকার আইনী সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের সুদৃঢ় আইনী কাঠামো রয়েছে। তারা যাতে আইনের আশ্রয় নিতে পারে তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহকেও এগিয়ে আসতে হবে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নারীর প্রতি সহিংসতা রোধে ইউএন উইমেন আয়োজিত ১৬ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে বৃহস্পতিবার আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, ইউএন উইমেন এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিশ্চিন হান্টার, ইউএন এর রেসিডেন্ট কো-অর্ডিনেটর রবার্ট ওয়াটকিনস, ইউএনএফপিএ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আর্জেন্টিন মেটাভেল প্রমুখ।
স্পিকার আরো বলেন, শুধুমাত্র বছরের নির্দিষ্ট সময়ে নারী নির্যাতন প্রতিরোধে কর্মসূচী পালন না করে বছরের প্রতিটি দিন নারীর প্রতি সহিংসতা রোধে কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব