রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ চেষ্টার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন— আবুল হোসেন, আবুল কাশেম ও আবদুল মোমিন।
খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুসরাত জাহান জানান, আটকদের কাছ থেকে একটি ওয়াকিটকি, চারটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ ও একটি নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১৪-৯১২৭) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তারা ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেছিল। পরে স্থানীয়দের সহায়তায় ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ