মানবসেবায় অবদানের জন্য মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ২০১৬ সালের ২০ জনের অ্যাওয়ার্ড তালিকা ঘোষণা করেছে। ২০১৬ সালের ৩০ জানুয়ারি কলকাতার সল্ট লেক ইস্টার্ন জোন কালচারাল সেন্টার অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে। মেয়র নিজে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব