রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম আহমেদ ফয়সাল (২২)। তিনি রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।
শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ফয়সাল গুরুতর আহত হন। পরে রাত সোয়া ১টার দিকে তাকে ঢামেক নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মীর হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ফয়সাল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ