রাজধানীর শেরেবাংলা নগরে লোপা খাতুন (২০) নামের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মীর হোসেন।
নিহতের ভগ্নিপতি মনোয়ার হোসেন মুন্না জানান, লোপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লোপা রাজধানীর বকশীবাজার সরকারি মহিলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে এবার তিতুমীর কলেজে অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ