মসজিদ-মন্দির-মাজারসহ নগরীর বড় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
আজ শুক্রবার দুপুরে নগরীর জেলরোড এলাকায় আমানত শাহ মাজারে ৮টি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল।
এসময় উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান।
উল্লেখ্য, দিনাজপুরের কাহারোল উপজেলায় এক সপ্তাহের মধ্যে দুইটি মন্দিরে হামলা, বগুড়ায় শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এর আগে চলতি বছরের ৪ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজারে মাজারে ঢুকে ল্যাংটা ফকির ও আব্দুল কাদের নামে দু’জনকে নৃশংসভাবে জবাই করে খুন করা হয়।
এর প্রেক্ষিতে চট্টগ্রামে ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় মহানগর পুলিশ।